টুকরো খবর

আগের সংবাদ

জোড়াতালির বাঁধে উৎকণ্ঠা ** বর্ষার শুরুতেই নদীভাঙন ** দ্রুত বাঁধ মেরামতের দাবি ** সোচ্চার হচ্ছেন এমপিরা **

পরের সংবাদ

রামেকে একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে নতুন করে মারা গেছেন ১৮ জন। এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে গত ২৪ দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৩ জনে।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৮ জন। আর বাকি ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।
মৃতদের মধ্যে রাজশাহীরই ১৩ জন। চাঁপাইনবাবগঞ্জের একজন এবং তিনজন নওগাঁর বাসিন্দা। এদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫৪ জন এবং ছাড় পেয়েছেন ৪৩ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৪। এদের মধ্যে ১৭২ জন করোনা আক্রান্ত রোগী।
তথ্যমতে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ মাসের ২৪ দিনের মধ্যে গত ৪ ও ২৩ জুন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ১৬ জনের। আর ১২ জুন মারা যান সর্বনি¤œ ৪ জন। কিন্তু সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হলো সর্বোচ্চ ১৮ জনের। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা ৩৫৭।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগেরদিন ১৬ জন মারা গেলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় সেটি ছাড়িয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। রোগীও বেড়েছে অনেক। ফলে বৃদ্ধি করা হচ্ছে চিকিৎসার পরিধি। বেড সংখ্যা বর্তমানে ৩৫৭টি। তবে এ সংখ্যা আরো বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়