টুকরো খবর

আগের সংবাদ

জোড়াতালির বাঁধে উৎকণ্ঠা ** বর্ষার শুরুতেই নদীভাঙন ** দ্রুত বাঁধ মেরামতের দাবি ** সোচ্চার হচ্ছেন এমপিরা **

পরের সংবাদ

ইউরোর শেষ ষোলোয় কে কার প্রতিপক্ষ

প্রকাশিত: জুন ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নকআউটের টিকেট পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শেষ ষোলোয় পর্তুগাল মুখোমুখি হবে বেলজিয়ামের। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ শেষে নকআউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে জার্মানিরও, শেষ ষোলোয় তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। দুটি ম্যাচই হতে যাচ্ছে নকআউটপর্বের চ‚ড়ান্ত পর্যায়ের হাইভোল্টেজ। শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে স্পেনও। লুইস এনরিকের শিষ্যরা শেষ ষোলোয় লড়বে রাশিয়া বিশ^কাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে। অন্য ম্যাচগুলোর মধ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। এদের মধ্য নকআউট পর্বে ইতালি অস্ট্রিয়ার, ফ্রান্স সুইজারল্যান্ডের ও নেদারল্যান্ডস চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। অন্য দুটি ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলশের প্রতিপক্ষ ডেনমার্ক, সুইডেনের প্রতিপক্ষ ইউক্রেন।
নকআউট পর্বের প্রথম ম্যাচ ওয়েলশ বনাম ডেনমার্কের। আগামীকাল রাত ১০টায় নেদারল্যান্ডসের আমস্টারডাম অ্যারেনায় দুদল একে অপরের বিপক্ষে লড়বে। গ্রুপপর্বে প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছিল ওয়েলশ। পরের ম্যাচে ইতালির বিপক্ষে ১-০ গোলে হেরেও ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটপর্বে আসে গ্যারেথ বেলের দল। ডেনমার্ক বনাম ওয়েলশ ম্যাচের দিনই অনুষ্ঠিত হবে ইতালি বনাম অস্ট্রিয়ার ম্যাচটি। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এই ম্যাচটি মাঠে গড়াবে রাত ১টায়। এদের মধ্য ইতালি ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রেখেছে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ঈষণীয় সাফল্য দেখিয়েছে ইতালি। বাছাইয়ের সবকটি ম্যাচে মাত্র চার গোল হজম করার বিপরীতে তারা প্রতিপক্ষের জালে দিয়েছে ৩৭ গোল। সেই ধারাবাহিকতা বজায় ছিল ইউরোর মূল পর্বেও। গ্রুপপর্বের তিন ম্যাচের সবকটিতেই জিতেছিল রবার্তো মানচিনির শিষ্যরা। মানচিনির অধীনে নতুন ফুটবল বিপ্লবে অবতীর্ণ হওয়া আজ্জুরিরা নকআউটপর্ব নিশ্চিত করেছিল সবার আগে, তাও এক ম্যাচ হাতে রেখে। প্রথম ম্যাচে তারা তুরস্ককে উড়িয়ে দেয় ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ইতালি সমান ব্যবধানে হারায় সুইজারল্যান্ডকে। সর্বশেষ ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলশকে ইতালি হারায় ১-০ গোলে। অস্ট্রিয়া নকআউটপর্বে এসেছে ‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবে। গ্রুপপর্বে দুটি ম্যাচেই জয় পেয়েছিল অস্ট্রিয়া। প্রথম ম্যাচে উত্তর মেসিডোনিয়াকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে হারে ২-০ ব্যবধানে। তৃতীয় ও সর্বশেষ ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারালে নিশ্চিত হয় তাদের নকআউট পর্বের টিকেট।
ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর তৃতীয় ম্যাচটি নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্রের। ২৭ জুন পেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই দুই দলের মধ্য নেদারল্যান্ডস ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন। গ্রুপপর্বে রীতিমত আধিপত্য বিস্তার করে এসেছে জর্জিনিও উইনাল্ডাম-ফ্রেঙ্কি ডি ইয়ংরা। তিন ম্যাচের মধ্য প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ডাচদের জয় ২-০ গোলে। তৃতীয় ম্যাচে খর্ব শক্তির উত্তর মেসিডোনিয়াকে তারা উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে। চেক প্রজাতন্ত্র ‘ডি’ গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউট পর্বের টিকেট পেয়েছে।
চেক প্রজাতন্ত্র বনাম নেদারল্যান্ডস ম্যাচের দিনই শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচগুলোর একটি। এদিন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। স্পেনের লা কারতুজা স্টেডিয়ামে রাত একটায় মাঠে গড়াবে ফুটবল অনুরাগীদের কেন্দ্রবিন্দুতে থাকা এই ম্যাচটি। দুই ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোর টিকেট পেয়েছিল রোমেলু লুকাকুদের দল। তিন ম্যাচের মধ্য প্রথমটিতে রাশিয়াকে ৩-০, দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককে ২-১ ও তৃতীয় ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম। পর্তুগাল শেষ ষোলোয় পা রেখেছে শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করার সুবাদে। যেখানে করিম বেনজেমার জোড়া গোলের বিপরীতে ক্রিশ্চিয়ানো রোনালদোও পর্তুগালের হয়ে জোড়া গোল করেন। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে রোনালদোরা শেষ ষোলোয় উঠেছে। গ্রুপপর্ব শেষে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বেলজিয়ামের পয়েন্ট ৯। ২৮ জুন স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ। ডেনমার্কের কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ১০টায়। ক্রোয়েশিয়া গত বিশ^কাপের ফাইনালে খেলেছে। স্পেন বিশ^কাপ জিতেছে ২০১০ সালে। ২০০৮ ও ২০১২ সালে তারা ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপার স্বাদও নিয়েছে। ক্রোয়েশিয়া-স্পেন ম্যাচের তিন ঘণ্টা পর বিশ^চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ফ্রান্স ছিল মুত্যুক‚প ‘এফ’ গ্রুপে। যেখানে পর্তুগাল ও জার্মানির মতো পরাশক্তির দুটি দল ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রুপপর্বে পয়েন্ট ৫। সুইজারল্যান্ড ‘এ’ গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউটপর্বে উঠেছে। তিন ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৪। ফুটবলপ্রেমীরা উত্তেজনাপূর্ণ আরেকটি ম্যাচ উপহার পেতে চলেছেন ২৯ জুন। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও ইংল্যান্ড। ‘ডি’ গ্রুপে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হলেও জার্মানি ‘এফ’ গ্রুপে ছিল গ্রুপ রানার্সআপ।
এর মধ্য ইংল্যান্ডের পয়েন্ট ৭ এবং জার্মানির ৪। শেষ ষোলোর শেষ ম্যাচ ইউক্রেন এবং সুইডেনের মধ্যে। ৭ পয়েন্ট নিয়ে সুইডেন ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হলেও ইউক্রেন শেষ ষোলোর টিকেট পেয়েছে ‘সি’ গ্রুপের তৃতীয় দল হিসেবে। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৩।

ইউরোর শেষ ষোলোর সূচি
তারিখ দল সময়
২৬ জুন ওয়েলস : ডেনমার্ক রাত ১০টা
২৭ জুন ইতালি : অস্ট্রিয়া রাত ১টা
২৭ জুন নেদারল্যান্ডস : চেক প্রজাতন্ত্র রাত ১০টা
২৮ জুন বেলজিয়াম : পর্তুগাল রাত ১টা
২৮ জুন ক্রোয়েশিয়া : স্পেন রাত ১০টা
২৯ জুন ফ্রান্স : সুইজারলান্ড রাত ১টা
২৯ জুন ইংল্যান্ড : জার্মানি রাত ১০টা
৩০ জুন সুইডেন : ইউক্রেন রাত ১টা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়