১০০ পর্বে ‘জমিদার বাড়ী’

আগের সংবাদ

টাকা পাচার হয় পাঁচ কারণে ** ৩৬ দেশে পাচার হচ্ছে টাকা, সবচেয়ে বেশি ১০ দেশে ** হাতেগোনা মামলা হলেও আটকে আছে আইনি জটিলতায় **

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর উপহার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে গত মঙ্গলবার গাবতলীর রামেশ^রপুর ইউনিয়ন পরিষদে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী, দায়িত্বপ্রাপ্ত (ট্যাগ) অফিসার ডা. শাহ আলম, রামেশ^রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউন নবী আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ লাটিম, ইউপি মেম্বার এমদাদুল হক, ইউপি সচিব বলবন রহমান, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম পিন্টু প্রমুখ।

মসজিদে অনুদান
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির টিআর-কাবিখার ফান্ড হতে উপজেলার ৯৬টি মসজিদে ৪৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এসব টাকা বিতরণ করেন। বিকেলে কালাই পৌরসভা কার্যালয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের মসজিদের সভাপতির কাছে টাকা বিতরণ করেন পৌর মেয়র রাবেয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, প্যানেল মেয়র সিরাজুল ইসলাম আকন্দ, অখিলা বেগম প্রমুখ।
গাছের চারা বিতরণ
কাগজ প্রতিবেদক, মাদারীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজৈরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা চত্বরে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে রাজৈর উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় তাদের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি অফিসার ভারপ্রাপ্ত ফেরদৌস আক্তার, উপজেলা প্রশিক্ষক আব্দুল্লাহ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে দই-মিষ্টির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার পৌর সদরের বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের দই কারখানা বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী আফজাল হোসেনের নগদ ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম। থানার এসআই রেজাউল করিমসহ একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারায় বিসমিল্লাহ হোটেল ব্যবসায়ীর জরিমানা করা হয়।

বাজেট ঘোষণা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার পৌরসভা মিলনায়তন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান। বাজেটের মূল বিষয় উপস্থাপন করেন পৌরসভার মেয়র মো. ইছাহক আলী মালিথা। বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ মোট আয়ের পরিমাণ ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার ২৬৯ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ওই একই টাকা। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পৌরসভার সচিব জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, দৈনিক অবজারভারের ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক দুদু প্রমুখ।

পুরস্কার বিতরণ
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দৌলতপুর উপজেলায় মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সরকারিভাবে ৫ জন সফল জয়িতাকে নির্বাচনের মাধ্যমে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মুরছালিমা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুল হক, ইউ আর সি অফিসার সাইফুল ইসলাম, তথ্য কর্মকর্তা রঞ্জিত কুমার প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতা
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়িতে দুর্নীতি দমনবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের (এটক) আয়োজনে স্ট্রোমি ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতলুবর রহমান ও মঞ্জুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়