সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

মাগুরা : বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাগুরা প্রতিনিধি : জেলায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতাবিষয়ক সচেতনতা এবং ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে এ ক্রীড়া উৎসবের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস মাগুরা। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসের সভাপতিত্বে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. নাসরিন আক্তার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আশাদুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন উপস্থিত ছিলেন। ক্রীড়া আনন্দ উৎসবে ২টি ইভেন্টে ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। শেষে নৃত্য, গান, কবিতা পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়