এশিয়া কাপ : হংকংকে লজ্জায় ডুবিয়ে সুপার ফোরে পাকিস্তান

আগের সংবাদ

বন্ধুত্ব সুসংহত করার প্রত্যয় : বাংলাদেশে চীনা বলয় ঠেকাতে চায় দিল্লি > পানিসহ সীমান্ত সুরক্ষায় সমাধান চায় ঢাকা

পরের সংবাদ

চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ : ফুটপাতে ১০০ দিন পার মৎস্যের অস্থায়ী ৫১২ কর্মচারীর

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ১০০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী। দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ায় এসব কর্মচারীদের অনেকেই অর্থের অভাবে চিকিৎসা চালাতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় চাকরি স্থায়ীকরণ করে ৫১২ কর্মচারীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অন্যান্য দিনের মতো গতকাল শনিবার সমাবেশে বক্তারা বলেন, যারা দীর্ঘ সাত বছর শ্রম দিয়ে মৎস্য সেক্টরকে সোনালি যুগে নিয়েছে তাদের প্রতি সামান্য সহানুভূতিও দেখাল না কর্তৃপক্ষ। রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার সহায়ক সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপের অভাবে ধ্বংস হতে চলেছে ৫১২ জন কর্মচারি ও তাদের পরিবারের জীবন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে যেখানে চাকরিজীবীরাই জীবন চালাতে হিমশিম খাচ্ছে সেখানে ৫১২ জন কর্মচারী গত ৩০ জুন চাকরি হারিয়ে পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ায় অনেকে অর্থের অভাবে চিকিৎসা চালাতে পারছেন না। কর্মসূচির ১০০তম দিনে কর্মচারীদের দ্রুত দপ্তরে যুক্ত করে দপ্তরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসীম উদদীন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান, কোষাধ্যক্ষ সুমন হোসেন, সুমন সরকার, দেবরাজ, মনোয়ারা ও রিমা প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়