ভূমির কুতুবকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বাতিল

আগের সংবাদ

তৃণমূলে সহিংসতা বাড়ছেই : দুই সপ্তাহে অন্তত ২০টি স্থানে সংঘর্ষ হয়েছে, দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

পরের সংবাদ

আবদুল আউয়াল মিন্টুর হাইকোর্টে আগাম জামিন

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ফেনীর সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, গত সোমবার ফেনীর সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এতে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পরদিন সোনাগাজী মডেল থানায় আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করে পুলিশ। দুটি মামলার বাদী এসআই সুরজিৎ বড়ুয়া ও এসআই মাইন উদ্দিন। মামলা দুটিতে গতকাল পর্যন্ত বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়