মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আগের সংবাদ

উদ্ধারের অপেক্ষা আর ত্রাণের আকুতি : পানিবন্দি লাখ লাখ মানুষ > ভেসে উঠছে বানভাসি মানুষের লাশ > এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর

পরের সংবাদ

চার দিন পর পাউরুটি খেলেন মর্জিনা

প্রকাশিত: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, সিলেট থেকে : মাঝখান দিয়ে আরসিসি ঢালাই করা বড় পথ চলে গেছে কোম্পানীগঞ্জ সদরের দিকে। রাস্তার দুধারে চোখ দিয়ে যতটুকু দেখা যায় শুধু পানি আর পানি। সালুটিকর বাজারের একটু আগে ডজনখানেক হাঁস ও মুরগিসমেত একটি পরিবার নৌকা থেকে নামল। গন্তব্যের পথ অজানা। সবার চোখে-মুখে অজানা উদ্বেগ-আতঙ্ক। প্রসঙ্গত, বন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানতে চাইলে নারী সদস্য মর্জিনা বেগম বলেন, কোম্পানীগঞ্জের শেষ সীমানা রায়পুরে তাদের বাড়ি। তিন দিন আগে বন্যায় তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। তারপরও এটা-ওটা আঁকড়ে ধরে নিজের ভিটায় থেকে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ঘরসহ ধান-চাল সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়ায় আর টিকতে পারেননি। শেষ পর্যন্ত চার হাজার টাকায় নৌকা ভাড়া করলেন। সেই নৌকায় ভাসতে ভাসতে এসে নামলেন সালুটিকর বাজারের একটু আগে। সেখানে

আগে থেকেই পানিতে ডুবে রয়েছে পাথর ভাঙার মেশিন। এই মেশিনের ফাঁক দিয়ে নৌকা থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ালেন। মেয়েদেরকে রাস্তার আরেকটু দূরে চায়ের দোকানের ভেতর বসিয়ে রেখেছেন। কোথায় যাবেন জানতে চাইলে মর্জিনা বেগমের উত্তর, ‘জমাইল টেকা থাকিয়া নৌকার ভাড়া দিলাইছি ৪ হাজার। ৩ হাজার টেকা দিয়া সিএনজি ঠিক করছি। সিএনজি দিয়া সিলেট যাইমু। তারপর যাইমু ফেঞ্চুগঞ্জে।’ সেখানে কি আপনাদের আত্মীয় বাড়ি- জানতে চাইলে তিনি বলেন, ‘হুনছি, ফেঞ্চুগঞ্জে উঁচু জাগা (জায়গা) আছে। হনো গিয়া উঠমু। কেউর বাড়িত যাইমু। থাকবার জেগা দিলে হনো থাকি যাইমু।’
১৫ জনের এই পরিবার গত চার দিন ধরে না খেয়ে আছে। বন্যার পানি খেয়েছেন। ঘরের বোতলে রাখা মুড়ি ছিল সম্বল। ভয়াবহ বন্যার মধ্যে সেই মুড়ির বোতলকে হাতছাড়া করেননি। গতকাল সালুটিকর আসার পরে এক বিত্তবান তাদের পাউরুটি আর কলা খেতে দিয়েছেন। তাতেই মর্জিনা বেগম খুশি হয়ে বললেন, ‘এক স্যার আমরারে খাওয়াইছন। ওখন যাইমুগিয়া ফেঞ্চুগঞ্জ। পানির যন্ত্রণা থাকি বাঁচমু।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়