আশুলিয়ায় ফার্নিচার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ৩

আগের সংবাদ

বাতাসে আগুনের হলকা!

পরের সংবাদ

ই-পেমেন্ট সিস্টেমে রাকাবের সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহী এর অডিটোরিয়ামে গতকাল শুক্রবার অংঢ়রৎব ঃড় ওহহড়াধঃব (ধ২র) প্রোগ্রাম এর কেন্দ্রীয় ই-পেমেন্ট সিস্টেম বশঢ়ধু এর মাধ্যমে রাকাবের সেবা প্রদান এবং রাকাব মোবাইল অ্যাপে ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মন্ডল; এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোল্লা মিজানুর রহমান; বাংলাদেশ ব্যাংক এবং রাজশাহীর নির্বাহী পরিচালক রুপ রতন পাইন। অনুষ্ঠানে রাকাব পরিচালনা পর্ষদের পরিচালকরা; ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক; সব মহাব্যবস্থাপক; প্রধান কার্যালয়ের সব উপমহাব্যবস্থাপক/বিভাগীয় প্রধান; সিবিএ এর নেতারা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে সকাল ১০টায় ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মোহাম্মদ সলীম উল্লাহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাকাব এর অগ্রগতির ভূয়সী প্রসংসা করেন। ব্যাংকটি তার মানসম্পন্ন, সম্ভাবনাময় ও কল্যাণমুখী সেবা প্রদানের মাধ্যমে শিগগিরই সফলতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন কৃষি ও গ্রমীণ অবকাঠামো উন্নয়ন, দেশের খাদ্য নিরাপত্তা ও পল্লী কর্মসংস্থান সৃষ্টিতে রাকাব বিশেষ ভূমিকা পালন করছে। কৃষকের দোরগোড়ায় অনলাইন ব্যাংকিং ও স্মার্ট মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং সুবিধা দিতে রাকাব অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়