গজারিয়ায় পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আগের সংবাদ

বাংলাদেশসহ বিশ্বজুড়ে অস্বস্তি

পরের সংবাদ

মুজিববচন : মুহম্মদ নূরুল হুদা > কবিতা

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১০, ২০২৪ , ৩:৩৯ পূর্বাহ্ণ

১.
ভালোবাসা বুকে যার,
দুর্নীতি আর নাই তার;
মানুষকে যে ভালোবাসে,
হিংসাদ্বেষ সব নাশে।
১৯৭২

২.
সার্বভৌম মর্মকথা,
চারস্তম্ভে স্বাধীনতা :
জাতীয়তাবাদ, গণতন্ত্র;
সমতার সমাজতন্ত্র;
বাঙালি নয় সা¤প্রদায়িক;
মানবমন্ত্রে দীক্ষা নিক।
১৯৭২

৩.
স্বাধীনতার মানে মানুষ,
মুক্তদেশের মুক্তমানুষ;
সম্মানে ও ইজ্জতে হোক বাস,
নয় কেউ আর কারো দাস।
১৯৭২

৪.
মজলুমের যুদ্ধ শুধু
সব শোষকের বিরুদ্ধে;
শোষিতের পক্ষে আছি,
পক্ষে ন্যায়ের যুদ্ধে।
১৯৭২

৫.
মানুষ আমি,
বাঙালি আমি,
আমি মুসলমান;
জাতিমানুষ
জগৎমানুষ,
মানুষ বিশ্বপ্রাণ।
১৯৭২

৬.
দুর্নীতি বন্ধ করো,
মানুষকেই ভালোবাসো;
মানুষের পাশে দাঁড়িয়ে
শান্তিতে হাসো।
১৯৭২

৭.
বাংলাদেশের সকল মানুষ
বাঙালি হওয়া চাই;
সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই।
১৯৭২

৮.
আমাদের গন্তব্য গণমানুষের মুক্তি।
আমাদের বুকে-মুখে মানবিক যুক্তি।
মুক্তিযুদ্ধে সশস্ত্র আমাদেরও উক্তি।
১৯৭২

৯.
তাকাবো এমন পৃথিবীর দিকে
যেখানে মানুষ স্ব-তৎপর,
অগ্রগতি ও মানবসৃষ্টি
জ্ঞানে বিজ্ঞানে বিস্ময়কর,
ভবিষ্যতের সেই পৃথিবী
শঙ্কামুক্ত-স্বনির্ভর।
১৯৭২

১০.
কঠিন যেমন
স্বাধীনতাকে অর্জন,
তেমন কঠিন
স্বাধীনতার সুরক্ষণ।
১৯৭২

১১.
আত্মসমালোচনা করো,
আত্মশুদ্ধি করো।
প্রকৃত মানুষ হও।
মানুষের পথ ধরো।
১৯৭৩

১২.
যারা বিবেকের বিরুদ্ধে কাজ
করে, তারা দুর্নীতিবাজ।
দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম শুরু
করাই আজ আমাদের কাজ।
১৯৭২

১৩.
যে ঘুষ খায় সেও পাপী,
যে ঘুষ দেয় সেও পাপী।
১৯৭৩

১৪.
দুর্নীতিবাজদের আমি কেয়ার করি থোড়া।
তাদের জন্য প্রস্তুত আছে লাল ঘোড়া।
১৯৭৩

১৫.
চাটার দল যদি সবকিছু চাইটে খায়,
সংঘবদ্ধ বাঙালি তাদের বিরুদ্ধে দাঁড়ায়।
১৯৭৩

১৬.
দুর্নীতি বন্ধ করার জন্য
চাই জনসাধারণ;
দুর্নীতির বিরুদ্ধে তারাই
গড়বে গণজাজরণ।
১৯৭৩

১৭.
রাজনীতি আর ধর্ম কিন্তু
এক নয়;
রাজনীতিতে ধর্ম
আনা ঠিক নয়।
১৯৭৪

১৮.
ত্যাগ স্বীকার করে না যারা,
বড় হতে পারে না তারা।
১৯৭৪২

১৯.
স্বাধীন জাতির স্বাধীনতার
মর্যাদা কি বাড়াতে চাও?
ভাষা, সৃষ্টি, সংস্কৃতি আর
ঐতিহ্যের চর্চা বাড়াও।
১৯৭৪

২০.
দুর্নীতি আমরা দেখবো না,
দুর্নীতি আমরা করবো না।
সুনীতি ছাড়া অন্যপথ ধরবো না।
১৯৭৪

বিদ্র: এই বচনগুলো নানাসময়ে প্রদত্ত বঙ্গবন্ধুর উক্তির ভিত্তিতে প্রণীত।
০২.০২.২০২৪

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়