ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

সান্তার চোখে জল

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

যেদিন তুমি দেখেছিলে
শিশুদের ঘাস কিংবা পাতা খেতে
সেদিনই ভেঙেছিলো তোমার হৃদয়।
অতঃপর ঈশ্বরের বাণী নিয়ে তুমি
ঘুরে বেড়িয়েছো পশ্চিম তীর কিংবা গাজায়।
সেইন্ট নিকোলাস, হৃদয়ে রক্তক্ষরণে নিয়ে
তুমি হেঁটেছো জানি খুঁড়িয়ে খুঁড়িয়ে,
অন্যকে কী শোনাবে অহিংসার বাণী
নিজেই খুঁজে না পাও সান্ত¡না।

বড়দিনে তুমি ফিলিস্তিনে-
খান ইউনিস কিংবা রাফায়
একটাও শিশু খুঁজে পাওনি উপহার দিতে।
সান্তা ক্লস, তোমার হৃদয়-অলিন্দের অবস্থা
তখনই আমরা বুঝে গিয়েছি।
কান্নার উৎস নাকি হৃদয়, সে তো জানি
হৃদয় শুধু রক্ত ঝরায় না,
তৈরি করে জলেরও নহরধারা।
হৃদয় একটি গর্ভ, যেখান থেকে
সহোদর হয়ে আসে হাসি আর কান্না,
যখন ইসরায়েল কিংবা এর জালিমরাজ
নেতানিয়াহু বলে আত্মরক্ষার অধিকারের কথা
যাদের দখল করে রেখেছে তাদের কাছ থেকে(!)
তখন তুমিই নও শুধু,
গোটা বিশ্ববিবেকই হেসে উঠেছিলো।
কিন্তু তুমি নিশ্চিতভাবেই কাঁদছো জানি,
এখনও যারা বেঁচে আছে,
তারা খায় পশুপাখির খাদ্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়