ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

পঞ্চগড় : পাঁচ শতাধিক শিক্ষার্থী পেল ঈদ উপহার

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকার পাঁচ শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে নতুন পোশাক ও ঈদ সালামি দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মধ্যে এসব ঈদের নতুন পোশাক ও তিনটি করে ১০ টাকার নতুন নোট বিতরণ করা হয়। পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা শিশু শিক্ষার্থীদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়