ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

অচৈতন্য

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

উদ্ধত যৌবনে রঙিন চশমা চোখে
স্বপ্নময় রঙের দুনিয়া দেখে
ভুলে যায় জন্ম মৃত্যু।
ক্ষণিকের ঝলকানি পৃথিবীময়
সাত মহলা অট্টালিকা
শান শওকত কত আয়োজন,
দুনিয়াবি সুখের আদর্শ বাসর সাজায়।
এত কিছু সেতো স্রষ্টার নেয়ামত,
অস্বীকার করি,অহরহ তাচ্ছিল্যে
ভাবি সব কিছুই নিজের অর্জন!!
এতে আবার কি দৈবিকতা?
ধরা কে করি সরাজ্ঞান!!
দিন চলে যায় হেলায় হেলায়,
রাত কাটে অভিসারে, সম্ভোগে
দ্রুত ফুরিয়ে যায় প্রাপ্ত আয়ু
জীবনের সূর্য্য ডুবু ডুবু প্রায়,
তবু নাহি ফিরে হুশ।
হঠাৎ ঝাপসা দুচোখে চেয়ে দেখি,
সব আলো নিঃশেষ।।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়