ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

পেশা মোখতারী

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কার যেন আশায় আশায় কেটে যায় রাত

দিন কখনো থাকে না কারো আশায় আশায়।
যেহেতু যেতে হয় আদালতে। আমার
পেশা মোখতারী।

থাকি দোহার পাড়ায়
মক্কেল আসে নিয়মিত তাদের জিজ্ঞাসা
আপনাকে দিতে হবে কতো
জানাই সবিনয়ে আমাকে দিতে হবে পাঁচ টাকা
আমার সহকারীকে দুই
ওকালতনামা তিন টাকা।

জানতে চাই কি কারণে মামলা মোকদ্দমা
হামিদালী জানায় আমাকে
তার বাড়ির বেড়া ভেঙেছে
সামেদালীর গরু,- বলেছি-
তাকে বলেছি অনেকবার তাড়াতাড়ি ঠিক করে দাও
আলী রাখেনি আমার কথা।

আমার দিনকাল যাচ্ছে খারাপ
আজকাল কোন মক্কেল আসে না আমার কাছে

সব মোখতার পথ চেয়ে বসে থাকে
দিন কেটে যায় অনাহারে।
কেউ বলে না মোখতার সাহেব
বাহিরে আসুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়