আজকের খেলা

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাস নির্মূল হোক

পরের সংবাদ

মেট্রোরেলের ওয়ার্কশপে ডাকাতি ৩ দিনেও গ্রেপ্তার নেই কেউ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মেট্রোরেলের কাজে নিয়োজিত চায়না সিনো হাইড্রো কোম্পানির ওয়ার্কশপে ডাকাতির ঘটনায় ৩ দিন পার হলেও কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর রূপনগর এলাকার বেড়িবাঁধ সড়কের বোট ক্লাবের উল্টোপাশে অবস্থিত ওয়ার্কশপটিতে কর্মচারীদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, মেট্রোরেলের ওয়ার্কশপের মতো এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা ছিল না। প্রায় ৫ ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটলেও টের পাননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রহস্যজনকভাবে ডাকাতির আগে খুলে ফেলা হয় ওয়ার্কশপের সিসিটিভি ক্যামেরা। মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮-১০ জনের একটি দল ছুরি, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্কশপে ঢুকে পড়ে। এ সময় ওয়ার্কশপটিতে ১০ জন কর্মী ছিলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা সেখানকার নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের বেঁধে ফেলে। সেখানে থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা লুটে নেয় তারা। এছাড়া ওয়ার্কশপের ভেতর থাকা মালপত্রও নিয়ে যায়। এ ঘটনার পর কোনো থানায় মামলা হবে তা নিয়ে দুই থানা গড়িমসি শুরু করলে শেষমেশ তা ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত গড়ায়। পরে রূপনগর থানা মামলা নেয়। কিন্তু গত ৩ দিনেও এই মামলার কোনো অগ্রগতি হয়নি। কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এ বিষয়ে বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। আর মেট্রোরেলের ওয়ার্কশপে ডাকাতি হয়নি। ডাকাতি হয়েছে মূলত একটি চায়না কোম্পানির হাউজে। ওসি বলেন, যেগুলো ডাকাতি হয়েছে সেগুলো সব পুরোনো মালামাল। তবে সিসি ক্যামেরা যাচাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়