সাবের হোসেন চৌধুরী : বনের জমি দখলে সরকারি প্রতিষ্ঠানকেও ছাড় নয়, বন কর্মকর্তার খুনিদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

আগের সংবাদ

সর্বাত্মক অভিযানে যৌথবাহিনী

পরের সংবাদ

অসহায় ছবিরনের পাশে দাঁড়ালেন ইউএনও : অভয়নগর

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : অভয়নগরের ৭০ বছর বয়সি অসুস্থ অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম আবু নওশাদ। গত মঙ্গলবার সকালে ওই বৃদ্ধার বাড়িতে আকস্মিক হাজির হন ইউএনও। এ সময় ইউএনও কে দেখে খুশি হন বৃদ্ধা। বৃদ্ধার নাম ছবিরন নেছা। তিনি উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামের মৃত সমির সরদারের স্ত্রী। বর্তমানে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সম্প্রতি অভয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা বেগমের কাছে তথ্য আসে উপজেলার সিদ্দিপাশা গ্রামের ছবিরন নেছা (৭০) অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাকে দেখার মতো কেউ নেই। সঙ্গে সঙ্গে মিনারা বেগম বৃদ্ধা ছবিরন নেছার খোঁজ-খবর নিয়ে সত্যতা পেয়ে তা ফেসবুকে প্রকাশ করেন। এ খবরটি নজরে আসে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের। গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে সিদ্দিপাশা গ্রামে গিয়ে দেখতে পান ছোট্ট একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে শুয়ে আছেন অসহায় অসুস্থ ছবিরন নেছা। নির্বাহী অফিসার বৃদ্ধার শারীরিক খোঁজ-খবর নিয়ে তার সহায়তার আশ্বাস দেন। সহায়তার আশ্বাস পেয়ে ভীষণ খুশি হয়েছেন বৃদ্ধা ছবিরন নেছা। নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ জানান, ছবিরন নেছার কষ্ট ও দুরাবস্থার কথা তিনি ফেসবুকের মাধ্যমে জানতে পারনে। তাকে দেখার জন্য তার বাড়িতে যাই। প্রাথমিকভাবে তাকে কিছু সহায়তা করা হয়েছে। আশা করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য একটি বাড়ি তৈরি করে দেয়ার উদ্যোগ নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়