সায়মা ওয়াজেদের কারণে অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে : বাহাউদ্দিন নাছিম

আগের সংবাদ

পাহাড় জনপদে আতঙ্কের ঢেউ

পরের সংবাদ

তামিম ঝলকে প্রাইম ব্যাংকের জয়যাত্রা অব্যাহত

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল পারটেক্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২০৮ রানের পুঁজি গড়ে পারটেক্স। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের জয়ের নায়ক তামিম ইকবাল ব্যাট হাতে তিনি সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গতকাল পারটেক্সের বিপক্ষে প্রাইম ব্যাংক পেয়েছে সহজ জয়। পারটেক্সের দেয়া ২০৯ রানের লক্ষ্য প্রাইম ব্যাংক ৪ উইকেট হাতে রেখে পেরিয়েছে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের ১০০ বলে ৭৪ ও পাঁচে নামা মোহাম্মদ মিঠুনের ৬৬ বলে ৫১ রানের ইনিংসে। আগে ব্যাটিং করা পারটেক্স উইকেট হারায় নিয়মিত বিরতিতে। তিনে নামা অধিনায়ক মিজানুর রহমানের ৪৪ বলে ৪৭ রানের ইনিংসই তাদের সর্বোচ্চ। ৩টি করে উইকেট নেন প্রাইম ব্যাংকের মেহেদী হাসান ও রুবেল হোসেন। পুরো ৫০ ওভার খেলে ২০৯ রানের বেশি তুলতে পারেনি পারটেক্স। রান তাড়ায় ৯২ রানে ৩ উইকেট হারালেও একপ্রান্তে তামিমের ইনিংস এগিয়ে নেয় প্রাইম ব্যাংককে। সর্বশেষ ৫ ম্যাচে এ বাঁ-হাতির এটি চতুর্থ ফিফটি। সেঞ্চুরি নাগালে থাকলেও আসাদুজ্জামানের বলে ক্যাচ দিয়ে থামেন ৭৪ রানে, ইনিংসে মারেন ৫টি চার।
দিনের অপর ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৬০ রানের ব্যাবধানে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের পুঁজি গড়ে ধানমন্ডির ক্লাবটি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮৭ রানেই গুটিয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ধানমন্ডির ক্লাবটির জয়ের নায়ক ব্যাট হাতে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলা সৈকত আলী। দিনের অন্য ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে গ্রুপ ক্রিকেটার্স। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানেই অল-আউট হয়ে যায় গাজী টায়ার্স। লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেট হাতে রেখে ম্যাচের ১৯.৩ ওভারে ম্যাচ নিজেদের করে নেয় গাজী গ্রুপ। গাজী গ্রুপের জয়ের নায়ক রুয়েল মিয়াহ। বল হাতে তিনি নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট।
এদিকে বিকেএসপির ৩ নাম্বার মাঠে গতকাল শুরুতে ব্যাট করতে নেমে সৈকত আলীর ৯৩ রানের ইনিংসে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৪৮ রানের লক্ষ্য দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নুরুল হাসান সোহানদের হয়ে গতকাল দ্বিতীয় সর্বোচ্চ ৩২ বলে ৪০ রানের ইনিংস হাঁকান জিয়াউর রহমান।
অন্যদিকে ৪০ রানের ইনিংস হাঁকাতে ইয়াসির আলী খেলেছেন ৪২ বল। ধানমন্ডির ক্লাবটির হয়ে বাকিরা কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন আল আমিন।
শেখ জামালের দেয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করতে পারেনি রূপগঞ্জ। ওপেনার ফারদিন অনি সাজঘরে ফেরেন ৪৫ বলে ১৬ রানের ইনিংস খেলে। আরেক ওপেনার খেলেন ব্যাট হাতে ২৯ রানের ইনিংস। রূপঘঞ্জের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন আমিনুল ইসলাম বিপ্লব। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান রানা। বাকিরা কেউই উল্লেখযোগ্য রান করতে পারেনি। ১৮৭ রানেই গুটিয়ে যায় তারা। এ পর্যন্ত ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ চারে অবস্থান করছে শেখ জামাল। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রূপগঞ্জ রয়েছে টেবিলের পাঁচে।
এদিকে ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল শুরুতে ব্যাট করতে নেমে অনেকটা বিপর্যয়ের মুখেই পড়ে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। রুয়েল মিয়ার বোলিং তোপে কেউ ব্যাট হাতে থিতু হয়ে দাঁড়াতেই পারেনি। ওপেনিংয়ে নামা আশিকুর রহমান শিবলুকে ৪ রানে ফিরিয়েছেন রুয়েল মিয়াহ। তবে অন্য ওপেনারকে সাজঘরে ফেরাতে একটু সময় লেগেছে তার। ব্যাট হাতে ঘুরে দাঁড়ানো মোহাব্বত হোসাইন রোমান করে ফেলেছেন ৫৫ বলে ৪১ রান। তবে অর্ধশতকের দেখা পাননি তিনি। রুয়েল মিয়াহর বলে মেহেদি মারুফের হাতে ক্যাচ দেন তিনি। এর পর গাজী টায়ার্সের শিবিরে ফিরে আসে সেই আসা-যাওয়ার ধুম। ইফতেখার ইফতিকে ৩ রানে ফেরান মাহফুজুর হমান রাব্বি। আশরাফুল আলম ০ রান ও শামিম মিয়া ১৬ রানে সাজঘরে ফেরেন রুয়েল মিয়াহর বলে। এরপর একাধারে শুন্য রানে ফিরে যান অধিনায়ক তাহজিবুল ইসলাম ও সাইদ সরকার। সহজ লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনিংয়ে নামা পিনাক খান ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন ব্যাট হাতে ১১ রানে সাজঘরে ফেরেন। পরে পিনাক ঘোষের সঙ্গে ৩০ রানের অপরাজিত ইনিং খেলে ম্যাচ জেতান অধিনায়ক মেহেদি মারুফ। এ পর্যন্ত মোট ৮ ম্যাচে ৬ টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ ছয়ে অবস্থান করছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নাম্বারে অবস্থান করছে গাজী টায়ার্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়