মোহাম্মদপুরে ২৫ দিন ধরে শিকলে বেঁধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

আগের সংবাদ

পাল্টে যাচ্ছে এসএসসি পরীক্ষা : শিখনকালীন ৪০ শতাংশ, ৩০ নম্বর হাতেকলমে এবং ৩০ নম্বর সামষ্টিক মূল্যায়ন

পরের সংবাদ

৬ বছর পর চালু অপারেশন থিয়েটার : বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

খন্দকার মোহাম্মাদ আলী (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রতিষ্ঠার ৬ বছর পর বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) চালু হয়েছে।
গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম।
উপজেলার তামাই গ্রামের রেহানা খাতুনের (২৭) সিজারিয়ানের মাধ্যমে অপারেশন থিয়েটারটি চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জুনিয়ার কনসালটেন্ট গাইনি চিকিৎসক ডা. ফারহানা হায়দার চৌধুরী, সহকারী সার্জন গাইনি ডা. পিংকি রানী সাহা, আবাসিক মেডিকাল কর্মকর্তা সুদ্বীপ সরকার, শারমিন আক্তার মিত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অপারেশন থিয়েটার (অটি) চালু হয়েছে। এতদিন ওটির যন্ত্রপাতি না থাকার কারণে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না।
উল্লেখ্য, ২০১৮ সালে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠা হয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি শয্যা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়