মোহাম্মদপুরে ২৫ দিন ধরে শিকলে বেঁধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

আগের সংবাদ

পাল্টে যাচ্ছে এসএসসি পরীক্ষা : শিখনকালীন ৪০ শতাংশ, ৩০ নম্বর হাতেকলমে এবং ৩০ নম্বর সামষ্টিক মূল্যায়ন

পরের সংবাদ

কয়েক কোটি টাকা হাতিয়ে বদলি প্রকল্প কর্মকর্তা : শালিখার ইউপি সদস্যদের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি গত ৬ বছরে কোটিপতি বনে গেছেন বলে জানা গেছে। তার সম্পদের মধ্যে রয়েছে ঢাকার সাভারে অট্টালিকা, জামালপুরে বিলাসবহুল রেস্টুরেন্ট। তিনি বদলি হয়ে বর্তমানে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কর্মরত আছেন। তার বদলির পরেই বেরিয়ে আসতে শুরু করে থলের বিড়াল। সম্প্রতি শালিখা উপজেলার ইউপি সদস্যরা বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম ২০১৯ থেকে ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্তু শালিখা উপজেলায় কর্মরত ছিলেন। তিনি এ উপজেলায় কর্মরত থাকাকালে টাকা ছাড়া কোনো ফাইলে সই করেননি। ব্রিজ, হেরিংবন, রাস্তার কাজের টাকার ১৮ শতাংশ কেটে নিতেন বলে। আর সেই টাকা দিয়েই সাভারে বিলাসবহুল বাড়ি ও জামালপুর জেলা শহরের অদূরে ‘অর্ণব ফুড ভ্যালি’ নামের একটি বিলাসবহুল রেস্টুরেন্ট করেছেন। ক্রয় করেছেন দামি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, কোটি টাকার আসবাব ও স্বর্ণালংকার। শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সন্ধ্যা রানী বিশ্বাস, শালিখা ইউনিয়নের ঈমদাদুল হকসহ একাধিক ইউপি সদস্য বলেন, পিআইও রাজীবুল ইসলাম আমাদের দিয়ে ইচ্ছা মতো কাজ করিয়ে নিতেন। টাকা ছাড়া ফাইলে সই করেননি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম মোবাইল ফোনে এ প্রতিনিধিকে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। এরপর ফোন কেটে দেন তিনি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুজ্জামানের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, আমার দপ্তরে কোনো অভিযোগ আসেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়