মোহাম্মদপুরে ২৫ দিন ধরে শিকলে বেঁধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

আগের সংবাদ

পাল্টে যাচ্ছে এসএসসি পরীক্ষা : শিখনকালীন ৪০ শতাংশ, ৩০ নম্বর হাতেকলমে এবং ৩০ নম্বর সামষ্টিক মূল্যায়ন

পরের সংবাদ

এমপি আবুল কালাম আজাদের পদ বাতিল দাবি : নাটোরে মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর ও বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন।
গতকাল সোমবার উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহসভাপতি দীপক কুমার কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিবসহ দলীয় নেতারা।
এ সময় বক্তারা আবুল কালাম আজাদকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এমপি প্রকাশ্যে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী খরচ হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা। সেই খরচের টাকা তিনি যেভাবেই হোক দুর্নীতি করে তুলবেন বলে ঘোষণা দেন। সংসদ সদস্য হয়ে এমন ঘোষণা দেশবিরোধী এবং দল বিরোধী।
এমন এমপি সংসদে থাকার যোগ্যতা রাখেন না আমার । এ কারণে দ্রুত তার সংসদ সদস্য পদ বাতিলসহ দলীয় পদ বাতিলের দাবি জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়