গয়েশ্বর চন্দ্র রায় : ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আওয়ামী লীগ

আগের সংবাদ

বহুমাত্রিক কৌশল আ.লীগের

পরের সংবাদ

পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি (শহর) থেকে : জেলার রাজাপুর উপজেলায় স্ত্রী-সন্তানের সামনে দৈনিক ভোরের কাগজের রাজাপুর প্রতিনিধি ও ইউপি সদস্য মাঈনুল ইসলাম টুটুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার দাবিতে স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন রাজাপুর উপজেলা শাখা। গতকাল রবিবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে একই দাবিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হয়। মাঈনুল ইসলাম টুটুল রাজাপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক ভোরের কাগজের রাজাপুর প্রতিনিধি ও গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এ ঘটনায় গত শনিবার সন্ধার পরেই থানার সামনে এএসআই মাহাবুবের প্রত্যাহার দাবিতে স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা বিক্ষোভ করে আল্টিমেটাম দেন। লাঞ্ছিতের শিকার মাঈনুল ইসলাম টুটুল অভিযোগ করেন, এলাকায় মারামারির ঘটনা জনপ্রতিনিধি হিসেবে জানতে শিশু কন্যাকে কোলে নিয়ে থানায় গেলে ক্ষিপ্ত হয়ে এএসআই মাহবুব আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় অভিযুক্ত এএসআই মো. মাহবুব হোসেন অভিযোগ অস্বীকার করেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়