এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

আরাকান আর্মি দখলে নিল ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মিয়ানমারে রাখাইনের বুথিডাং টাউনে সেনাবাহিনীর আরো একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত বুধবার বুথিডাংয়ে অবস্থিত সামরিক জান্তার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৫২ সদর দপ্তর তারা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে নেয় বলে দাবি তাদের। ৩২ দিন ধরে ওই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছিল আরাকান আর্মির। এই লড়াইয়ে সেনাবাহিনী সমুদ্রপথে, আকাশপথে এবং স্থলপথে ভারি বোমা হামলা চালায়। তা সত্ত্বেও সদর দপ্তরটির পতন ঠেকাতে পারেনি তারা। ফলে আরাকান আর্মি তা দখল করে সোমবার। সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ জব্দ করা হয়েছে। যেসব সেনা সদস্য নিহত হয়েছেন, তাদের পলায়নরত কমান্ডোরা সঙ্গে নিয়ে গেছে অথবা কোথাও লুকিয়ে ফেলেছে বলে দাবি আরাকান আর্মির। এ সময় সামরিক জান্তার কিছু সেনা সদস্য আত্মসমর্পণ করেছে। বাকিরা পালিয়ে গেছে। পলায়নরত সেনাদের সঙ্গে যুদ্ধ করছিল আরাকান আর্মি। এছাড়াও মংডু শহরের একটি আউটপোস্ট কিইন চাউং দখলে নেয়ার প্রচেষ্টা জোরালো করেছে আরাকান আর্মি। প্রায় এক মাস আগে তাদের সেনারা এই আউটপোস্টে হামলা শুরু করে। তারপর কিছুটা অংশ দখলে নেয়। তাহমান থার পুলিশ আউটপোস্টের প্রায় ১০০ সদস্য সোমবার আত্মসমর্পণ করেছে আরাকান আর্মির কাছে। সেখান থেকে তারা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার দাবি করেছে। তারা বলেছে, রাখাইন রাজ্যজুড়ে এবং দক্ষিণে চিন রাজ্যের পালেতোয়া শহুরে বেশ কিছু ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স এবং সামরিক কমান্ড সেন্টারসহ কমপক্ষে ১৭০টি আউটপোস্ট ও ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে আরাকান আর্মি।
চিন রাজ্যের পালেতোয়া শহরের পুরোটাই দখলে নিয়েছে বিদ্রোহীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়