আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আগের সংবাদ

বাজার তদারকি দৃশ্যমান নয়

পরের সংবাদ

প্রথা ভাঙল সৌদি আরব

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দীর্ঘদিনের প্রথা ভেঙে এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সৌদি আরব। দেশটি থেকে এই আসরে অংশ নেবেন রুমি আলকাহতানি, একজন ইনফ্লুয়েন্সার।
সোমবার (২৫ মার্চ) নিজের ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন রুমি। এছাড়া নিজের কিছু আবেদনময় ছবিও পোস্ট করেন তিনি।
ছবির সঙ্গে তিনি লিখেছেন, মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব। খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, রিয়াদে জন্ম নেয়া আলকাহতানি এর আগেও অনেক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গত বছর মিস ইউনিভার্স হয়েছিলেন মিস নিকারাগুয়া শেইনিস পালাসিওস। দ্বিতীয় হন থাইল্যান্ডের আন্তোনিয়া পোরসিল্ড এবং তৃতীয় হন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন। আগামী আসরটি মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়