গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা : অর্থ আত্মসাৎ

আগের সংবাদ

মন্ত্রী-এমপির হস্তক্ষেপে লাগাম

পরের সংবাদ

‘স্বর্ণমুদ্রার’ যুগে ফিরছে যে দেশ

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গোল্ডব্যাক নোট চালু করেছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। গত ২৫ বছরে দেশটির মুদ্রামান এতটাই নেমে যায়, কথিত আছে, দেশটিতে টাকার বস্তা নিয়ে বাজারে যেতে হয়। এই পরিস্থিতিতে গত কয়েক বছর বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ব্যবহারও করেছে দেশটি। স¤প্রতি স্বর্ণের প্রলেপ দেয়া নিজস্ব গোল্ডব্যাক মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। গত শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক নতুন করে কাঠমোগত মুদ্রাব্যবস্থা চালু করেছে। এটি হবে স্বর্ণভিত্তিক মুদ্রা (গোল্ডব্যাক কারেন্সি)। দেশটির চলমান আকাশচুম্বি মুদ্রাস্ফীতি ও স্থিতিবস্থা আনতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের রিজার্ভ ব্যাংকের গভর্নর জন মুশায়াভানহু বলেন, নতুন করে প্রবর্তন করা এ মুদ্রার নাম হবে জিম গোল্ড (জিগ)। এটি বিদেশি মুদ্রা, স্বর্ণ এবং মূল্যবান খনিজ দিয়ে সমর্থিত হবে। তিনি জানান, জিগ অন্য মুদ্রাগুলোর সঙ্গে বিনিময় করা যাবে। কেন্দ্রীয় ব্যাংক এটির বিনিময় হার নির্ধারণ করে দেবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়