আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আগের সংবাদ

বাজার তদারকি দৃশ্যমান নয়

পরের সংবাদ

আদিতমারী সীমান্ত : বিএসএফের গুলিতে আহত তরুণের মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি : আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে লিটন মিয়া (২০) নামের এক বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানায়।
এর পরিপ্রেক্ষিতে ভারতের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন উপঅধিনায়ক দরবোরা শিং বলেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। ওই বাংলাদেশি দায়িত্বরত বিএসএফ সদস্যকে আক্রমণের চেষ্টা করায় আত্মরক্ষার্থে বিএসএফ সদস্য ফায়ার করেন। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় সংঘটিত হবে না বলে আশ্বস্ত করেন তিনি। মঙ্গলবার রাত ১১টায় ভারতের কুচবিহার জেলা সদরের এম জে এন নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায় বলে নিশ্চিত করেছে বিজিবি।
এর আগে একইদিন ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। লিটন মিয়া দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল ইসলামের ছেলে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুদেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়