মার্চের স্মৃতি

আগের সংবাদ

দুর্ঘটনারোধে নেই কার্যকর ব্যবস্থা : এসি রুমে বসে দুর্ঘটনা দেখেন কর্মকর্তারা > আলোর মুখ দেখে না তদন্ত প্রতিবেদন

পরের সংবাদ

কলেজছাত্র তরিকুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার : মুন্সীগঞ্জ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় কলেজ ছাত্র তরিকুল ইসলাম (২২) হত্যা মামলার আসামি ইকবাল চৌকিদারকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।
গত সোমবার ঢাকার বাড্ডার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই আসামিকে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র তরিকুল ইসলামকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরের দিন ৮ জানুয়ারি এ ঘটনায় সদর থানায় মাহিমকে (২০) প্রধান আসামি করে আরো ৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত তরিকুল ইসলামের ভাই মো. বাইজিদ বেপারী।
মামলার আসামিরা হলেন- ইকবাল চৌকিদার (২৪), আলাউদ্দিন বেপারী (৫২), সোহেল (৩২), মনতাজ (৩৮), এনায়েতুল্লাহ্ বেপারী (৫৫), ময়না বেগম (৪৯) এবং নাছু বেপারী (৫০)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়