ভারতের পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগের সংবাদ

অপ্রতিরোধ্য বাংলাদেশ

পরের সংবাদ

রায়গঞ্জ : ১০ বছরের দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবু সাঈদকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। গতকাল রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেনের দিকনির্দেশনায় গত শনিবার রাত ২টা ৪৫ মিনিটে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রায়গঞ্জ থানার ষোল মাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি মো. আবু সাঈদ (৩৮) বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের ফজলার রহমানে ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার আমিনপুর থানার ওসির কাছে সোপর্দ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়