গাজীপুরে দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

আগের সংবাদ

রাজধানীজুড়ে মশার রাজত্ব

পরের সংবাদ

মিশা-ডিপজল ও কলি-নিপুনের লড়াই : শিল্পী সমিতির নির্বাচন

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্যানেল গোছানোর তোড়জোড় এখনই শুরু হয়ে গেছে। এবার তিনটি প্যানেল হতে যাচ্ছে। এক প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন মিশা সওদাগর ও ডিপজল এবং আরোকটি শক্তিশালী প্যানেলে সভাপতি পদে রয়েছেন মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুন। অন্যদিকে তিনটি প্যানেলের আরেকটি প্যানেলে সাধারণ সম্পাদক পদে কে থাকছেন তা এখনো জানা না গেলেও সভাপতি পদে ড্যানি সিডাকের নাম শোনা যাচ্ছে। বাংলাদেশি চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা ছিলেন মাহমুদ কলি। দীর্ঘদিন তিনি রুপালি পর্দায় দর্শক মাতিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই দফা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পর আবারো সমিতির নির্বাচনে দেখা যাবে তাকে। গত রবিবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন নিপুন। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কলিও এ বিষয়ে নিজের ইচ্ছের কথা ব্যক্ত করেছেন। তার ভাষ্য, ‘আমি সিনেমা করতে আসিনি। শিল্পী ও অন্যদের মাঝে সেতুবন্ধন করতে এসেছি। শিল্পী সমিতিকে এগিয়ে নিয়ে যাব, শিল্পীদের স্বার্থে কাজ করব, চলচ্চিত্র শিল্পের স্বার্থে কাজ করব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়