রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

আগের সংবাদ

ঝুঁকির মধ্যেই অনিয়ম বহাল

পরের সংবাদ

আমি আর নদী

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রেম ভাঙ্গে মোহনায়;
যেমন করে নদী ভাঙ্গে নিত্যদিন।
তবুও আমি আর নদী সমান্তরাল হাঁটি,
কলকল ছলছল শব্দে মাতাল হই;
অদ্ভুত ঘোরে উজাড় করি অস্তিত্ব।

প্রচণ্ড ঝড়ে…
ভুলগুলো আছড়ে পড়ে তীরে;
আমি আর প্রত্যাশা নিমগ্ন হতাশায়।
সময় গড়িয়ে যায় নিয়মের আবর্তে
সন্ধ্যা নামে অনিশ্চিত গন্তব্যে।

উচ্ছ¡সিত নদী আপন ভুবনে বহমান-
আর আমার ঠিকানা ঝাউ বনের পলিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়