মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২০

আগের সংবাদ

ভোগান্তি মেনেই ঘরে ফেরা : ঈদযাত্রা

পরের সংবাদ

ভালোবাসা সৌম্য

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শুধু ফুল নেবে, ভুলগুলো কেন নয়?
দুরন্ত ভালোবাসা পেতে চাও যদি-
কিছুটা পাগলামিকেও দিতে হবে প্রশ্রয়।
যেই মাটি বিস্তৃত সবুজ অরণ্য, কুসুম কানন
নীল সমুদ্রের পসরা সাজায়- সেই মাটিই কিন্তু
বুকের ভেতর একটা জ্বলন্ত আগ্নেয়গিরি পুষে
রাখে। উপহার, উপঢৌকনে বিত্ত-বৈভবের প্রাচুর্যে
কেবলি বেড়ে ওঠে মোহমায়ার ইন্দ্রজাল-
অভিসারী ঢেউয়ে তোড়জোড় করে ফুঁসে ওঠে
যে মিলনের মহোৎসব তার নাম প্রেম;
প্রেম জলে ভাসা খড়কুটের মতো ভেসে এসে
চলেও যেতে পারে অন্য কোন নতুন ঠিকানায়।
ভালোবাসা সত্য, ভালোবাসা সৌম্য- ভালোবাসা
এক অবিচল বিশ্বাস আর নির্ভরতার নাম।
অনিশ্চয়তার আস্তাকুঁড়ে পতিত হয়েও
হাতে হাত রেখে হাসিমুখে যে বলতে পারে-
‘চলো না দুজনে মিলে দিন বদলের গান গাই’
সেই তো অনেক সাধনার মনের মানসী।
শুধু অনিবার্য সুখটাকে আলিঙ্গন করতে নয়
যদি কারো অক্ষমতাগুলোকে দ্বিধাহীন চিত্তে
মেনে নিতে পারো- কেবল সেদিনই কাউকে
চোখ বুজে বলে দিও তুমি- ‘ভালোবাসি’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়