মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২০

আগের সংবাদ

ভোগান্তি মেনেই ঘরে ফেরা : ঈদযাত্রা

পরের সংবাদ

ও বাঁকা চাঁদ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শাওয়ালের ঐ চাঁদ উঠেছে আকাশে,
যেন কারো নিপুণ হাতের আঁকা সে।
বলছে আমায় পরাণ খুলে হাসিতে,
বিভেদ ভুলে কেবল ভালোবাসিতে।

চাঁদ ডেকেছে ঈদগাহের ঐ জামাতে,
আর বলেছে সাজতে নতুন জামাতে।
সেমাই-পায়েস খেতে দিনের শুরুতে,
সামনে পেলে করতে সেলাম গুরুতে।

মনে মনেই ফিরে গেলাম কৈশোরে,
ঈদের দিনটা কাটত কত হৈ-শোরে!
সেই সে কালের বন্ধুরা সব আড়ালে,
ও বাঁকা চাঁদ, হৃদয়টা আজ নাড়ালে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়