ডা. মোদাচ্ছের আলী : বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণে রোডম্যাপ তৈরি করতে হবে

আগের সংবাদ

বাজারের আগুনে রোজার আঁচ

পরের সংবাদ

রূপকার সাইফুল বারী টিটু

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জেতা দলেরও প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপেরও বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি।
২০২৩ সালে গোলাম রব্বানীর পদত্যাগের পর সাইফুল বারী টিটুকে মেয়েদের দায়িত্ব দেয় বাফুফে। এর আগে শুধুমাত্র পুরুষ দলকে কোচিং করানো টিটু আগের কোচ গোলাম রব্বানির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। গত বছরের ডিসেম্বরে সিঙ্গাপুরকে হারিয়েছিল ৮-০ গোলে। এবার অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের তার শিষ্যরা দুর্দান্ত খেলেছে। প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারানোর পর ভারতকে ৩-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। কোচ সাইফুল বারীর মেয়েদের কোচ হিসেবে গত রবিবার প্রথম একক শিরোপা জেতেন। গত বছরের আগস্টে মেয়েদের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন হাংজু এশিয়ান গেমস সামনে রেখে। মেয়েদের আগের কোচ গোলাম রব্বানী ছোটনের জায়গাতেই জাতীয় দলের সাবেক এই ফুটবলারের দায়িত্ব নেয়া সহজ ছিল না। বিশেষ করে দেশের নারী ফুটবলে কোচ গোলাম রব্বানীর ভূমিকা অনন্য। তার অধীনে ২০২২ সালে কাঠমান্ডুতে সাফ জয়ের কৃতিত্ব তো ছিলই। বয়সভিত্তিক ফুটবলেও মেয়েদের সব সাফল্যই গোলাম রব্বানীর হাত ধরেই। সাইফুল বারী সেই কঠিন কাজটাই দারুণভাবে করেছেন। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ সাফে ভারতের শিরোপা ভাগাভাগি করার পর এবার অনূর্ধ্ব-১৬ সাফের শিরোপা।

:: শাজিয়া তাইয়্যেবা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়