ডা. মোদাচ্ছের আলী : বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণে রোডম্যাপ তৈরি করতে হবে

আগের সংবাদ

বাজারের আগুনে রোজার আঁচ

পরের সংবাদ

গোলমেশিন সুরভী

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম্যান্স করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচটি বাংলাদেশ জিতেছে টাইব্রেকে। গোলরক্ষক ইয়ারজানের বীরত্বে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। দলীয় সাফল্যের পাশাপাশি টুর্নামেন্টে বাংলাদেশের ব্যক্তিগত অর্জনও রয়েছে অনেক। পুরো টুর্নামেন্টজুড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন স্ট্রাইকার সুরভী আকন্দ প্রীতি। যার স্বীকৃতিও পেয়েছেন তিনি।
চার দলের টুর্নামেন্টে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি পাঁচ গোলের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা অল্পের জন্য মিস করেছেন প্রীতি। ভারতের আনুশকা শর্মা ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন।
নেপালের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্ট শুরু করেছিলেন প্রীতি। তার গোলেই জয় পায় মেয়েরা। এর পরে আরো করেছেন তিন গোল। অনবদ্য পারফর্ম্যান্সে হয়েছেন টুর্নামেন্ট সেরা।
তবে টুর্নামেন্ট সেরা সুরভী প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের গোলরক্ষক ইয়ারজানকে। টাইব্রেকারে ভারতের তিনটি শট রুখে দেয়া ইয়ারজানের পাশাপাশি বলেছেন দলীয় অর্জনের কথা, ‘সর্বোচ্চ স্কোরার হতে না পারার জন্য আফসোস করছি না। কেননা, চ্যাম্পিয়ন হওয়ার দরকার ছিল, সেটা হয়েছি। আমাদের ইয়ারজান যে সেভ দিয়েছে ওর প্রতি আমাদের আলাদা আত্মবিশ্বাস ছিল ভালো কিছু করবে, আমরা পেনাল্টিতে (টাইব্রেকারে) জিতবো। আমরা জিতেছি।’
তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার না পাওয়ায় আক্ষেপ নেই তার। প্রীতি বলেন, ‘সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্য আক্ষেপ করছি না, কারণ আমাদের কাছে চ্যাম্পিয়ন হওয়াটাই বড়। আমাদের বিশ্বাস ছিল, ইয়ারজান ভালো কিছু সেভ দেবে এবং আমরা জিতব। ইনশাল্লাহ আমরা জিতছি। আমরা দুই মাস কষ্ট করে টুর্নামেন্টে আসছি, তার ফল আল্লাহ দিয়েছে আমাদের।’
অনূর্ধ্ব-১৫ দলে খেলোয়াড় থাকা অবস্থাতেই অনেকের নজরে এসেছিলেন সুরভী। বয়স ভিত্তিক দলে গোল মেশিন নামে খ্যাতি রয়েছে তার। এর আগে রাশিয়ার বিপক্ষে ম্যাচে রাশিয়ান কোচ প্রশংসা করেছিলেন এই ফরোয়ার্ডের। সেসময়ে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের রাইট মিডফিল্ডার (সুরভী আকন্দ প্রীতি) যেভাবে ছোটাছুটি করেছে আমাদের পরিকল্পনা ভেস্তে দেয়ার জন্য, তার খেলা আমার ভালো লেগেছে।’

:: আবু রুহাব তাহবিব

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়