পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য ৭ মার্চের ভাষণ এখনো প্রাসঙ্গিক : সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিলে বক্তারা

আগের সংবাদ

ময়মনসিংহে আবারো টিটু কুমিল্লায় সূচনার শুভ সূচনা : টিটু ১,২৭,০০০, হাসান ২৯,০০০ ভোট > সূচনা ৪৮,০০০, সাক্কু ২৬,০০০ ভোট

পরের সংবাদ

নারী দিবসে গাইলেন কনা

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

গতকাল ছিল ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। এদিন নারীদের উজ্জীবিত করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী মেহরাব। ‘স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ের, গল্প নয় কোনো এ বিজয় আমাদের’- এমন কথায় গানটি লিখেছেন তরুণ গীতিকার এন আই বুলবুল। এটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রযোজনায় গানটি তৈরি করা হয়েছে। গানটি প্রসঙ্গে গণমাধ্যমকে কনা বলেন, ‘নারীদের জন্য গানটি করতে পেরে বেশ ভালো লাগছে। নারীরা এখন আর আগের মতো পিছিয়ে নেই। এ গানটিতে নারীদের বিজয়ের কথা তুলে ধরা হয়েছে।’ গীতিকার এন আই বুলবুল বলেন, ‘বছরের একটি দিনের জন্যই এই গান না। নারীদের সব সময় এগিয়ে যাওয়ার ও সাহস জোগানোর গান এটি। আশা করি, সবার ভালো লাগবে।’ গানটি প্রসঙ্গে শিল্পী মেহরাব বলেন, ‘আমাদের সব ভালোর সঙ্গে নারীদের অবদান আছে। নারীদের প্রতি সম্মান জানিয়ে এ গানটি করা হয়েছে। গানটির কথা ও সুর সবার মনে বেশ দোলা দেবে। আমি চাই শুধু নির্দিষ্ট এমন দিনেই নয়, বছরের অন্য সময়েও নারীদের সম্মান জানিয়ে এমন গান করা যায়।’

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়