মহিলা ও শিশু প্রতিমন্ত্রী : অর্ধেকের বেশি নারীরই হয় বাল্যবিয়ে

আগের সংবাদ

একগুচ্ছ নির্দেশনা নিয়ে ফিরলেন ডিসিরা : হয়রানিমুক্ত মাঠ প্রশাসনের বার্তা

পরের সংবাদ

চট্টলা মাতাবে জয় বাংলা কনসার্ট

প্রকাশিত: মার্চ ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দিন গুনতে গুনতে আবারো হাজির হলো তারুণ্যের সর্ববৃহৎ কনসার্ট ‘জয় বাংলা কনসার্ট’। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বড় এ গানের আসরকে ঘিরে আগ্রহ বেড়েই চলেছে তরুণ প্রজন্ম ও সংগীতপ্রেমীদের। ২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে প্রতি বছর এ কনসার্টের আয়োজন করা হয়। করোনার সময় ছাড়া আয়োজকরা প্রতিবারই এ তারুণ্যের সংগীতায়োজনে মেতে ওঠে। তাই প্রতিবারের মতো এবারো আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্টের। তবে কনসার্টের ভেন্যু ঢাকার আর্মি স্টেডিয়ামের চল ভেঙে এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে চলেছে কনসার্টটি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সুরের মুর্ছনায় মেতে উঠবে সংগীতপ্রেমীরা। ৭ মার্চ আয়োজিত এবারের কনসার্ট মাতাবে সর্বমোট ৯টি দেশীয় ব্র্যান্ড দল। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট। কনসার্ট দেখতে কাটতে হবে না টিকেট। ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে কনসার্ট দেখার জন্য। জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস দিয়ে করা যাবে রেজিস্ট্রেশন। অনলাইনে নিবন্ধন করলেই পাওয়া যাবে কনসার্টে প্রবেশের অনুমতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়