মহিলা ও শিশু প্রতিমন্ত্রী : অর্ধেকের বেশি নারীরই হয় বাল্যবিয়ে

আগের সংবাদ

একগুচ্ছ নির্দেশনা নিয়ে ফিরলেন ডিসিরা : হয়রানিমুক্ত মাঠ প্রশাসনের বার্তা

পরের সংবাদ

গানে ফিরেছে ‘স্টিলবর্ন’

প্রকাশিত: মার্চ ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি হার্ড রক ব্যান্ড ‘স্টিলবর্ন’। ব্যান্ডটি সত্তর থেকে নব্বইয়ের দশকের হার্ড রক, মেটাল ব্যান্ড, শিল্পী বা গান দ্বারা ভীষণভাবে প্রভাবিত। তবে অনেক দিন ধরেই তাদের নতুন কোনো গান আসছিল না। দীর্ঘ ৮ বছর বিরতির পর ফিরেছে রক সংগীত দলটি। গত ২৯ ফেব্রুয়ারি স্টিলবর্ন প্রকাশ করেছে তাদের দ্বিতীয় ট্র্যাক ‘নির্বাসিত নিয়তি’। ‘নির্বাসিত নিয়তি’ একটি ব্যালাড। গানটি মূলত একজন মানুষের দ্ব›দ্বময় মানসিক অবস্থা প্রকাশ করে, যে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে সামাজিক হতে, বিশ্বাস-অবিশ্বাসের বেড়াজাল যাকে ঘিরে রেখেছে। ২০১৫ সালে গঠিত ব্যান্ডটি তাদের ডেব্যু ট্র্যাক ‘ক্রোধ’ ২০১৭ সালে প্রকাশ করে। হার্ড রক গানটি তথাকথিত সামাজিক কাঠামোর বিরুদ্ধে আগ্রাসন নিয়ে, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। দলটি কথা দিয়েছে শ্রোতাদের। নিয়মিত বিরতিতে তাদের অন্যান্য গানগুলো প্রকাশ করবে। জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক ইত্যাদিতে শোনা যাচ্ছে ‘স্টিলবর্ন’র গান। বর্তমানে ব্যান্ড লাইন আপে আছেন ভোকাল ও গীতিকার নোবেল, রিদম/রিফ গিটার এবং ব্যাক ভোকাল তান্না, লিড/সলো গিটারে সামি, বেজ গিটারে অমি এবং ড্রামস-এ বাসিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়