১৪ মাস পর ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগের সংবাদ

চলচ্চিত্র উৎসবে বিচারক বাঁধন

পরের সংবাদ

বিশ্লেষিত ভাষার ভেতরে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্লেষণ সাপেক্ষ কথার মধ্যে আমি নেই।
নির্জন রাতের ক্লান্তিভাঙা গানও আমার জানা নেই।
তবে আমি বিনিদ্র রাতের একক জোছনা
কথা বলি ছায়া অথবা নির্জনতার সাথে।
তাতে কেউ প্রশ্ন তুলবে না, আমি কাউকে গালি দিয়েছি।
কেউ বলবে না, আমি অহংকারী
কারো বিরুদ্ধে কবিতা লিখে নিজেকে সম্মানিত করেছি।

বিশ্লেষিত ভাষার ভেতরে আমার তেমন চলাচল নেই।
পৃথিবীকেও কিছুটা কম জানতে শিখেছি।
রবীন্দ্রনাথ কিংবা নজরুল হয়তো বলবেন
‘আগে মানুষ হ
তারপর ভেবে দেখিস মানুষের সাথে কথা বলবি কিনা।’

আমি আমার কথাকে বাতাসের মধ্যে বুনে যাই।
এই বীজ থেকে কোনো না কোনো ফসল হবে
বিশ্লেষণ না করেও বলা যায়।
আমি নই, মানুষেরা সম্মানিত হোক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়