মির্জাপুরে ডাকাতের হামলায় ট্রাকচালক নিহত

আগের সংবাদ

রোহিঙ্গা থেকে বাংলাদেশি : ত্রিশ হাজার টাকায় নাগরিকত্ব!

পরের সংবাদ

ঈদে প্রেক্ষাগৃহে ‘কাজলরেখা’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে গিয়াসউদ্দিন সেলিমের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কাজলরেখা’। এরই মধ্যে প্রকাশিত হয়েছে চারটি গান। সর্বশেষ উন্মোচিত হলো ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ নামের লোকগানটি। গানটি নতুন করে সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মাশা ইসলাম। এরই মধ্যে ফাল্গুনের প্রথম দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল কাজলরেখার কনসার্ট। এই ছবির অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও কলাকুশলীদের নিয়ে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম সেদিন বিশ্ববিদ্যালয়ের মঞ্চ মাতান। নির্মাতা তখনই ঘোষণা দেন, আসছে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কাজলরেখা’। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়