জলবায়ু অর্থায়ন ছাড় করুন, অস্ত্র প্রতিযোগিতা আর নয় : নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী > বিশ্ব নেতাদের প্রতি ৬ প্রস্তাব শেখ হাসিনার

আগের সংবাদ

স্বাস্থ্য শিক্ষার মান নিয়ে উদ্বেগ : কমছে বিদেশি শিক্ষার্থী > শিক্ষক সংকটও চরমে > বিদেশে চাকরি ও প্রশিক্ষণে বাধা

পরের সংবাদ

এআই চিপ তৈরিতে নজর দিচ্ছে হুয়াওয়ে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে হুয়াওয়ে। স্মার্টফোন থেকে শুরু করে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে থাকে চীনের কোম্পানিটি। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ তৈরিতে বেশি মনোযোগী হচ্ছে কোম্পানিটি। চীনের প্রযুক্তি কোম্পানিটি অ্যাসেন্ড ৯১০বি এআই চিপের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে নির্দিষ্ট কিছু কারখানায় মেট ৬০ সিরিজের স্মার্টফোন উৎপাদনও কমিয়ে দেয়া হবে বলে সূত্রে জানা গেছে। সম্প্রতি চীনে বিক্রির দিক থেকে অ্যাপল হ্যান্ডসেটকে ছাড়িয়ে গেছে হুয়াওয়ের মেট ৬০ স্মার্টফোন। তবু হুয়াওয়ে বিশ্বাস করে স্মার্টফোনের চেয়ে বর্তমানে তাদের এআই চিপ তৈরিতে অগ্রাধিকার দেয়া উচিত। তার কারণ চীনে এআই চিপের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সেক্ষেত্রে হুয়াওয়ে অ্যাসেন্ড ৯১০বি চিপটি উন্নত এআই মডেল তৈরি করতে সক্ষম করে। চীনজুড়ে এ চিপের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চীনা এআই ডেভেলপাররা বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে উচ্চমানের এআই চিপ কিনতে বাধার সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা এনভিডিয়ার এইচ ১০০-এর মতো চিপগুলোর সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের অভিমত হয়তো হুয়াওয়ে অ্যাসেন্ড লাইনআপের মাধ্যমে চীনে এআই চিপের চাহিদা পূরণে কাজ করবে। এ পদক্ষেপটি চীনের দ্রুত বর্ধনশীল এআই খাতে অন্যতম শীর্ষ নির্মাতা হিসেবে হুয়াওয়ের অবস্থানকে আরো দৃঢ় করবে বলেও ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। যদিও চীনা কোম্পানিগুলো এআই প্রযুক্তিতে এখনো পেছনে রয়েছে। এ কারণে কোম্পানিগুলো তাদের নিজস্ব এআই প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। যেমন ওপেনএআই ও গুগলের থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও চীনা জায়ান্ট বাইদু সক্রিয়ভাবে এআই নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। এআই পণ্যগুলো বাজারে উন্মোচনের আগে চীনা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়া প্রয়োজন পড়ে থাকে। এজন্য স্মার্টফোনের নির্মাণে ওপর গুরুত্ব না দিয়ে হুয়াওয়ে এআই চিপ তৈরিতে কাজ করছে। বেশির ভাগ প্রযুক্তি বিশেষজ্ঞ এআইকে অসীম রূপান্তরের সম্ভাবনাময় একটি গুরুত্বপূর্ণ উদীয়মান প্রযুক্তি হিসেবে বিবেচনা করেন। মূল স্মার্টফোন ব্যবসা সরে এসে এআই নিয়ে কাজ শুরু করা হুয়াওয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এ কৌশলগত পরিবর্তন চীনের এআই প্রযুক্তিতে গতি ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে আশা করছে চীনা জায়ান্ট। হুয়াওয়ে জানিয়েছে, তারা এআইয়ের কেন্দ্রীয় বিনিয়োগ ক্ষেত্রে সব বাধা মোকাবেলা করতে প্রস্তুত। সূত্র: গিজমোচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়