দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সাংবাদিক

আগের সংবাদ

বিচার ও স্বীকৃতি যেভাবে সম্ভব : একাত্তরের গণহত্যা

পরের সংবাদ

ওয়াই-ফাইয়ের গতি কমায় অ্যান্টিভাইরাস

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

অ্যান্টিভাইরাস সফটওয়্যার শনাক্ত করা ম্যালওয়্যার অতিরিক্ত ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার করে থাকে। ফলে ওয়াই-ফাইয়ের কার্যক্ষমতা ও গতি কমে আসে। ভার্জিন মিডিয়া পরামর্শ দিয়েছে, সর্বোত্তম ওয়াই-ফাই গতি পেতে কম নেটওয়ার্ক ব্যবহারের সময় স্ক্যান করা উচিত-
অ্যান্টিভাইরাস সফটওয়্যার ওয়াই-ফাইয়ের গতি উল্লেখযোগ্য হারে কমিয়ে দিতে পারে। সম্প্রতি ভার্জিন মিডিয়া গ্রাহকদের দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানিয়েছে। মূলত অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটার ও ল্যাপটপকে ভাইরাস, ম্যালওয়্যার ও বিভিন্ন ধরনের সাইবার হামলার ঝুঁকি থেকে রক্ষার জন্য ব্যবহার করা হয়। তবে এটি ওয়াই-ফাইয়ের গতি কমে যাওয়ার অন্যতম একটি কারণ হিসেবে পেয়েছে ভার্জিন মিডিয়া। অনেক ব্যবহারকারী ইন্টারনেটে শুধু ডাউনলোডের গতির প্রতি লক্ষ্য রাখেন। তবে ভার্জিন মিডিয়া বলছে, ভিডিও কল, লাইভ স্ট্রিমিং ও গেমিংয়ের ক্ষেত্রে আপলোডের গতি বেশি গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি জানায়, অ্যান্টিভাইরাস সফটওয়্যার শনাক্ত করা ম্যালওয়্যার অতিরিক্ত ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার করে থাকে। ফলে ওয়াই-ফাইয়ের কার্যক্ষমতা ও গতি কমে আসে। ভার্জিন মিডিয়া পরামর্শ দিয়েছে, সর্বোত্তম ওয়াই-ফাই গতি পেতে কম নেটওয়ার্ক ব্যবহারের সময় স্ক্যান করা উচিত। এছাড়া ব্যান্ডউইডথের ওপর চাপ কমাতে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও পরিষেবাগুলো বন্ধ রাখার কথাও জানানো হয়েছে। তবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সম্পূর্ণ বন্ধ করতে নিষেধ করেছে প্রতিষ্ঠানটি। যেহেতু এটি ডিভাইসের সুরক্ষার জন্য অত্যাবশ্যক, ব্যবহারকারীরা চাইলে অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য অ্যান্টিভাইরাস বন্ধ রাখতে পারেন। সূত্র: টেকটাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়