রিজভী : সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাস নির্ভর হয়ে গেছে

আগের সংবাদ

বুয়েটে হার্ডলাইনে সরকার

পরের সংবাদ

অ্যান্ড্রয়েডে এপিক গেমস স্টোর

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের ফলে অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি কোম্পানিগুলো বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। নতুন নিয়ম অনুসারে গুগল ও অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমে থার্ড পার্টি অ্যাপ স্টোর চালানোর অনুমতি দিতে হবে। মূলত অ্যাপলের একচেটিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে এপিক গেমসের মামলার কারণে এ পরিবর্তন এসেছে। মামলা চলাকালীন এপিক গেমস একাধিকবার বলেছিল তারা অ্যাপলের আইওএসে নিজস্ব অ্যাপ স্টোর চালু করতে চায়। এবার এপিক গেমস জানিয়েছে চলতি বছর অ্যান্ড্রয়েডের জন্য আসছে এপিক গেমস স্টোর। এপিক গেমস এক্স-এ (সাবেক টুইটার) নিশ্চিত করেছে স্টোরটি চলতি বছরের শেষের দিকে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মে চালু করা হবে। স্টোরটি সব অ্যাপ ডেভেলপারের জন্য ন্যায্য শর্তাদি রাখার প্রতিশ্রæতি দিয়েছে। ফোর্টনাইটের মতো নিজস্ব গেমের পাশাপাশি স্টোরটিতে অন্যান্য ডেভেলপারের গেমগুলো ডাউনলোড করার সুযোগ থাকবে। এপিক গেমসের স্টোরটি আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং ম্যাকসহ প্রথম মাল্টি-প্লাটফর্ম অ্যাপ স্টোর হতে যাচ্ছে। চলমান গেম ডেভেলপার কনফারেন্সে এপিক তাদের স্টোরে আয় ভাগ করে নেয়ার মডেল সম্পর্কে আরো বিস্তারিত ধারণা তুলে ধরেছে। উইন্ডোজ ও ম্যাকের মতো এপিক গেমস স্টোর মোবাইল প্লাটফর্মগুলোয় বিক্রির ১২ শতাংশ কমিশন নেবে। এছাড়া প্রথম ছয় মাস গেম ডেভেলপারদের আলাদা কোনো ফি দিতে হবে না। ডেভেলপাররা কোনো প্রকার ফি ছাড়াই বিনামূল্যে গেম এপিক গেমসের স্টোরে নিজেদের গেম আপলোড করার সুযোগ পাবে। এছাড়া ডেভেলপাররা নিজের পছন্দমতো পেমেন্ট প্রক্রিয়াও ব্যবহার করতে পারবে। যার মাধ্যমে গেম বিক্রির পুরো আয় নিজের কাছে রাখতে পারবে। এপিক গেমস আশা করছে ডেভেলপারবান্ধব এ নীতিগুলো গেম নির্মাতাদের এপিক গেমস স্টোরে তাদের গেম তালিকাভুক্ত করতে আকৃষ্ট করবে। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়