বন, নদী রক্ষায় স্পেশাল ‘গ্রিন গার্ড’ তৈরির দাবি : ধরার সংবাদ সম্মেলন

আগের সংবাদ

ইফতারপণ্যের বাজারে আগুন : সরবরাহ পর্যাপ্ত, শুল্ক ছাড় দিয়েও লাগম টানা যাচ্ছে না, সিন্ডিকেট সক্রিয়

পরের সংবাদ

গেমিং গ্রাফিক্স কার্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

গেমারদের জন্য উচ্চগতিসম্পন্ন নতুন গ্রাফিক্স কার্ড দেশের বাজারে নিয়ে এলো আসুস পণ্যের একমাত্র পরিবেশক গেøাবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। গ্রাফিক্স কার্ডটির মডেল আসুস আরওজি স্ট্রিক্স আরটিএক্স ৪০৬০। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি গ্রাফিক্স কার্ডটি গেমারদের উন্নতমানের অভিজ্ঞতা দিতে সক্ষম। সম্প্রতি পরিবেশক প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। গ্রাফিক্স কার্ড হলো কম্পিউটারের এমন একটি কম্পোনেন্ট, যা কম্পিউটার ও মনিটরের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি কম্পিউটারে ডিসপ্লের ছবির মধ্যে স্বচ্ছতা, সঠিক রঙ এবং সামগ্রিক গ্র্যাফিকাল তথ্য দেখাতে সাহায্য করে। একটানা গেম খেলার সময় যাতে ল্যাপটপ গরম না হয় এর জন্য এতে অক্ষীয়-প্রযুক্তির ছোট ফ্যান হাব ব্যাবহার করা হয়েছে যেটা কুলিং অ্যারের মাধ্যমে বায়ুপ্রবাহ বাড়ানোর জন্য কাজ করে। যার কারনে কার্ডটি সহজে গরম হয় না। আরো রয়েছে সবোচ্চ তাপ অপচয়ের জন্য ভেন্টেড ব্যাকপ্লেট। অতিরিক্ত পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না বলে যেকোনো সাধারণ পিসিতেও এই কার্ডটি ব্যবহার করা যাবে। গ্রাফিক্স কার্ডটির মূল্য ৬৩ হাজার টাকা এবং সঙ্গে থাকছে ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আরওজি স্ট্রিক্স আরটিএক্স ৪০৬০ গ্রাফিক্স কার্ডটি পাওয়া যাবে গেøাবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত ডিলার হাউজে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়