পাঠ্যবই থেকে বিতর্কিত দুই লাইন প্রত্যাহারের আহ্বান চুন্নুর

আগের সংবাদ

চাঁদাবাজির লাইসেন্স ‘ইজারা’

পরের সংবাদ

গ্র্যামির ‘মঞ্চ’ থেকে গ্রেপ্তার র‌্যাপার কিলার মাইক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার এবং অ্যাকটিভিস্ট কিলার মাইক। যার আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার। তিনি এবারের গ্র্যামিতে বেস্ট র?্যাপ সং, বেস্ট র‌্যাপ পারফরমেন্স এবং বেস্ট র‌্যাপ অ্যালবামের জন্য মোট তিনটি গ্র্যামি জিতেছেন। তবে হয়েছেন তিরস্কারও। এ গায়ককে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আটক করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। হলিউড রিপোর্টারের জানিয়েছেন, এবারের গ্র্যামিতে ৩টি পুরস্কার জয়ী কিলার মাইককে হাতকড়া পরা অবস্থায় পুলিশের সঙ্গে যেতে দেখা গেছে। র‌্যাপারকে ভিআইপি গেটের কাছে একটি নিরাপত্তা কক্ষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে হলিউড রিপোর্টার। তবে আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, ‘এটি বড় কিছুই নয়, তাকে খুব শিগগিরই ছেড়ে দেয়া হবে।’ এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ক্রিপ্টো ডটকম এরিনার ভেতর একটি বিশৃঙ্খলার পর কিলার মাইককে আটক করা হয়েছে। রেকর্ডিং একাডেমির সিইও হার্ভে মেসন জুনিয়রকেও মঞ্চের পেছনে যাওয়ার আগে প্রায় ১০-২০ মিনিট নিরাপত্তারক্ষী এবং র‌্যাপার দলের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়