সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম : স্রাইন কমিটির নানা উন্নয়ন পরিকল্পনা

আগের সংবাদ

গৃহযুদ্ধে অগ্নিগর্ভ মিয়ানমার

পরের সংবাদ

অ্যাপলের ভিআর হেডসেট

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির সংমিশ্রণে অ্যাপলের নতুন ভিশন প্রো ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট এখন বাজারে। ডিভাইসটিতে মাইক্রোসফট ৩৬৫, টিমস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, ওয়াননোট ও লুপসহ বিভিন্ন অ্যাপ প্রি-ইনস্টল হিসেবে দেয়া হয়েছে। কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের তথ্যানুযায়ী, ভিশন প্রো মূলত একটি প্রোডাক্টিভিটি ডিভাইস। তাই ডিভাইসটিতে মাইক্রোসফটের অ্যাপগুলো ব্যবহারকারীদের বিভিন্ন কাজকে আরো সহজ করবে। তবে অ্যাপগুলো অ্যাপেলের আইপ্যাড সংস্করণের মতো হবে না। অ্যাপলে মূলত অ্যাপগুলো হেডসেটের জন্য বিশেষ ফিচার দিয়ে তৈরি করেছে। ভিশন প্রো ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপটি ব্যবহার করে ভার্চুয়াল প্রেজেন্টেশনের অনুশীলন করা সম্ভব। আর মাইক্রোসফট এক্সেল অ্যাপ ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন জেসচার বা অঙ্গভঙ্গির মাধ্যমে ফাইলে কাজ ও অ্যাকসেস করতে পারবে। এছাড়া নির্বিঘেœ লেখার কাজ করার জন্য মাইক্রোসফটের ওয়ার্ডের অ্যাপে বিশেষ ফোকাস মোড দেয়া হয়েছে, যা লেখার ক্ষেত্রে মনোনিবেশে সাহায্য করবে। এরই সঙ্গে অ্যাপলের নতুন ভিশন প্রো ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটটির জন্য বিশেষায়িত মাইক্রোসফট এআই অ্যাসিস্ট্যান্ট কো পাইলট ব্যবহারের সুবিধা থাকছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন কাজ অনায়াসে করতে পারবে। অ্যাপলের হেডসেটের জন্য নির্দিষ্ট অ্যাপগুলো পৃথক অ্যাপ স্টোরে পাওয়া যাবে। সূত্র: এনগ্যাজেট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়