আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গ্লেনরিচ চ্যাম্পিয়ন

আগের সংবাদ

বায়ুদূষণে বিপর্যস্ত দেশ

পরের সংবাদ

১৪ জুন পর্দায় ‘ইন্দিরা গান্ধী’

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : আসি আসি করেও প্রেক্ষাগৃহের পথ ধরতে পারছিল না সিনেমা ‘ইমার্জেন্সি’। যার প্রযোজক পরিচালক ও প্রধান চরিত্রে বলিউডের ঠোঁট কাটা বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত। ফলাফল ছবি মুক্তির তারিখ আবারো পিছিয়ে গেল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে আগামী ১৪ জুন প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন কঙ্গনা। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে ‘ইমার্জেন্সি’র সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন অভিনেত্রী। নতুন একটি পোস্টার শেয়ার করে কঙ্গনা রনৌত লিখেছেন, ‘ভারতের অন্ধকার সময়ের গল্প বলবে ‘ইমার্জেন্সি’।’ ছবিটি লিখেছেন রীতেশ শাহ। এতে আরো অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপাণ্ডে। গত বছরে মুক্তি পেয়েছিল ইমার্জেন্সির টিজার। সিনেমাটিতে কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। নেটিজেনদের একাংশ মনে করছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে খুশি করতেই সিনেমাটিতে কংগ্রেসকে খারাপভাবে প্রদর্শন করা হবে। কারণ কঙ্গনা মোদির পদ্ম শিবিরের কত বড় সমর্থক, তা সবারই জানা। এদিকে গত কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা। রেঙ্গুন থেকে শুরু করে ‘মনিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়