মতবিনিময় সভায় বক্তারা : পলিসি তৈরিতে যুবদের সম্পৃক্ত করতে হবে

আগের সংবাদ

তিন কারণে দলীয় প্রতীক রাখছে না আওয়ামী লীগ

পরের সংবাদ

চমকের আরেক নাম গার্দিওয়ালা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

এইতো সেদিন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওয়ালা। ক্লাব পরিচালনায় গার্দিওলার জুরি মেলা সত্যিই কঠিন। ক্যারিয়ারে যে ক্লাবে গিয়েছেন সেখানেই দারুণভাবে রাঙিয়েছেন তিনি। বর্তমানে ম্যানসিটিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন সফলতার স্বর্ণ শিখরে। গত ৮ বছরে নিজ ক্লাব ম্যানসিটিকে এমন কোনো শিরোপা আছে যা তিনি এনে দিতে পারেননি? ইংল্যান্ডের ঘরোয়া শীর্ষ প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছেন ৫ বার। একাধিকবার এফএ কাপ, লিগ কাপ ও কমিউনিটি শিল্ডও। সিটিকে ঘরোয়া প্রতিযোগিতায় সম্ভাব্য সব শিরোপাই জিতিয়েছেন এই কিংবদন্তি। উয়েফা সুপার কাপ জয়ের পাশাপাশি অধরা হয়ে ছিল যে চ্যাম্পিয়নস লিগ, সেটাও জিতিয়েছেন গত বছরের জুনে। বাকি ছিল একটি বৈশ্বিক শিরোপা ফিফা ক্লাব বিশ্বকাপ। সেটিও এনে দিলেন সিটিকে। গার্দিওয়ালার রঙে রাঙিন ছিল সাবেক ক্লাব বার্সেলোনাও। বার্সেলোনাকে ৪ বছরে ৩টি লা-লিগা, ৩টি সুপার কাপসহ একাধিক চ্যাম্পিয়ন লিগ, উয়েফা লিগ এবং ক্লাব পর্যায়ে একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপও জিতিয়েছেন তিনি। ম্যানসিটি এবং বার্সেলোনা উভয় ক্লাবকে এনে দিয়েছেন রেকর্ড ১৪টি করে শিরোপা। তার মানে দুই ক্লাবের হয়েই তার শিরোপা মোট ২৮টি। কিন্তু এতেই সীমাবদ্ধ নয় গার্দিওয়ালা। এর আগের ক্লাব বায়ার্ন মিউনিখে উয়েফা কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপসহ জিতেছিলেন ৭টি শিরোপা। সব মিলিয়ে ক্যারিয়ারে কোচ হিসেবে ৩৫টি শিরোপার মালিক স্প্যানিশ এই কোচ। এখন পর্যন্ত সর্বাধিক ৪৯টি শিরোপা শীর্ষে রয়েছেন ম্যানইউর স্কটিশ কোচ আ্যলেক্স ফেরগাসন। তবে ৫৩ বছর বয়সি এই স্প্যানিশ কোচের ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যায়নি। গার্দিওয়ালা আগামী যে কোনো সময় ইতিহাসের সর্বোচ্চ শিরোপাধারীর ভূষণটি নিজের করে নিতেই পারেন। আ্যলেক্স ফেরগাসনের পর গার্দিওয়ালাই একমাত্র কোচ যিনি ম্যানসিটির হয়ে মৌসুমের প্রধান তিন শিরোপা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন লিগ এবং এফএ কাপ জিতেছেন। ক্যারিয়ারে একাধিক ক্লাবে মোট ৩৫টি শিরোপা অর্জনকারী এই কিংবদন্তির ব্যক্তিগত এওয়ার্ডের থলিও বেশ ভারি।

:: রিয়াজ উল্লাহ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়