রোটারী ঢাকা নর্থ ওয়েস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৫ গুণী

আগের সংবাদ

‘স্বতন্ত্র’ নিয়ে কী ভাবছে দল

পরের সংবাদ

মান্দায় ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) থেকে : নওগাঁর মান্দায় ইটভাটায় কাঠ ব্যবহার করায় এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়া পাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের ইটভাটায় জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার হচ্ছিল। উপজেলা প্রশাসন সরজমিন ভাটায় গিয়ে সত্যতা পায়।
পরে ভ্রাম্যমাণ আদালত ভাটা মালিককে ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর বিভিন্ন ধারায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় মান্দা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়