রোটারী ঢাকা নর্থ ওয়েস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৫ গুণী

আগের সংবাদ

‘স্বতন্ত্র’ নিয়ে কী ভাবছে দল

পরের সংবাদ

তামিমের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

দরজায় কড়া নাড়ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দশম আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যাত্রা থেকে সব ইনিংসেই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তামিম। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের সংগ্রহক এ বাঁহাতি ওপেনার। সতীর্থ মুশফিকুর রহিম যেখানে ১০৫ ইনিংসে নিয়েছিলেন ২৮৮২ রান। সেখানে ৮৮ ইনিংসেই তামিমের রান সর্বোচ্চ ২৯৩০। তামিমের সর্বোচ্চ ইনিংসটিও ১৪১ রানের। বিপিএলে ৮৯ ম্যাচে তামিমের শত রানের রেকর্ড ২টি। রয়েছে ২৫টি অর্ধশতকও। বিপিএলে সর্বোচ্চ রানের দৌড়ে মুশফিকের পর রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মুশফিকুর রহিমের সঙ্গে তামিমের রানের পার্থক্য যেহেতু ৫২ রানের, সেহেতু এবারের বিপিএলে তামিমের লড়াই শীর্ষস্থান ধরে রাখার।
তবে গত প্রিমিয়ার লিগ আসরে গড়পড়তাই ছিলেন তামিম ইকবাল। তার দল খুলনার অবস্থাও ছিল বেহাল। ১০ ম্যাচ খেলে তারা জিততে পেরেছে স্রেফ দুটিতে। প্লে-অফের দৌড় থেকেও বাদ পড়েছে বেশ আগেভাগেই। টুর্নামেন্টে তার ব্যক্তিগত অর্জন দলের সর্বোচ্চ ৩০২ রান। পুরো টুর্নামেন্টে রয়েছে দুটি অর্ধশত। তবে পিঠ ও কুঁচকির চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি তামিম ইকবাল।
তবে এবারের তামিমও সম্পূর্ণ সুস্থ নন । চোট এবং ফিটনেস নিয়ে নানা আলোচনা তাকে ঘিরে। ফিটনেসের কারণে গত ওয়ানডে বিশ্বকাপও খেলা হয়নি তার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম বিপিএল দিয়েই মাঠে ফেরার কথা। বিপিএলকে সামনে রেখে তামিম পুরোদমে করছেন অনুশীলন। তবে ইনজুরি যেন পিছুই ছাড়তে চায় না তার। গত সপ্তাহেই মিরপুরে অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়ে হয়েছিলেন সংবাদের শিরোনাম। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তামিম। ভক্তদের আশা, দীর্ঘসময় মাঠের বাইরে থাকা তামিম বিপিএলে ব্যাট হাতেই সব সমালোচনার যথোচিত জবাব দেবেন।

:: রিয়াজ উল্লাহ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়