রোটারী ঢাকা নর্থ ওয়েস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৫ গুণী

আগের সংবাদ

‘স্বতন্ত্র’ নিয়ে কী ভাবছে দল

পরের সংবাদ

ঘাতকের বাড়িতে অগ্নিসংযোগ : গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে হোমিও চিকিৎসক মো. হারুন অর রশিদ (৪৮) কে প্রকাশ্য কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক রুবেল মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর বিকাল ৩টার দিকে পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ঘাতক রুবেল মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় শত শত উত্তেজিত জনতা ঘাতক রুবেল মিয়াকে (৩৫) বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
খবরের সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ঘাতক রুবেল মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়