ভোটকেন্দ্রে পিস্তল উঁচিয়ে গুলি করা শামীম গ্রেপ্তার

আগের সংবাদ

৩৭ সদস্যের মন্ত্রিসভার শপথ আজ : পূর্ণ মন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ১১ > বাদ পড়েছেন ১৪ জন পূর্ণাঙ্গ মন্ত্রী > নতুন মুখ ১৯

পরের সংবাদ

২ প্রার্থীর সংবাদ সম্মেলন : নরসিংদী-১ ও ৫ আসনে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নরসিংদী প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে নরসিংদী-১ (সদর) ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের দুই স্বতন্ত্র প্রার্থী সংবাদ সম্মেলন করেছে। গত সোমবার বিকালে নরসিংদী-১ আসনের নৌকা প্রার্থী বর্তমান এমপি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর কর্মী-সমর্থকরা পরাজিত ঈগলের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান কামরুলের কর্মী-সমর্থক ও এজেন্টদের বাড়ি গিয়ে হামলা, ভাঙচুর ও নির্যাতনের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন। এছাড়া করিমপুরসহ কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকরা জোরপূর্বক সিল মেরে তার পরাজয় নিশ্চিত করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্ট শামীম নেওয়াজ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান প্রমুখ। অন্যদিকে একই দিন সন্ধ্যায় পুনর্নির্বাচন করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র পরাজিত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০টি ইউনিয়নের প্রায় সবগুলো ভোটকেন্দ্র একটি বিশেষ গোষ্ঠির সহায়তায় দখল করে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা নৌকায় সিল মেরেছে। তারা আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এ ছাড়া নির্বাচনের পর থেকে আমার সমর্থক ও কর্মীদের যেখানে পাচ্ছে মারপিট এবং ধাওয়া করছে। তাদের ভয়ে আমার কর্মী-সমর্থকরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তিনি এ আসনে পুনর্নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়