ভোটকেন্দ্রে পিস্তল উঁচিয়ে গুলি করা শামীম গ্রেপ্তার

আগের সংবাদ

৩৭ সদস্যের মন্ত্রিসভার শপথ আজ : পূর্ণ মন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ১১ > বাদ পড়েছেন ১৪ জন পূর্ণাঙ্গ মন্ত্রী > নতুন মুখ ১৯

পরের সংবাদ

মেহেরপুরের দুই আসনে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। গত রবিবার জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়। ফলাফলে দেখা যায় মেহেরপুর ১ ও ২ আসনে মোট ১৩ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে মোট কাস্টিং ভোটের ৮ শতাংশের অনেক কম ভোট পেয়েছেন ৯ প্রার্থী। জামানত হারানোর বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা নির্বাহী অফিসার ওয়ালিউল্লাহ।
মেহেরপুর ১ আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করেন ৬ প্রার্থী। এর মধ্যে ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের ফরহাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট। বাকি ৪ জন তাদের জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির আব্দুল হামিদ (৮২০ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির তারিকুল ইসলাম লিটন (৪৫৯ ভোট), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের বাবলু জম (২৪১ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন (১৪৪০ ভোট)। এ আসনে পোল হওয়া মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৯৪৫।
অন্যদিকে মেহেরপুর ২ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে এ এস এম নাজমুল হক নৌকা প্রতীকে ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভোট। বাকি জামানত হারানো ৫ জন হলেন জাতীয় পার্টির কেতাব আলী (৮৯৬ ভোট), বাংলাদেশ কংগ্রেসের আল ফারুক (২৭৩ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির গোলাম রসুল (২০৮ ভোট), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের শাহ জামান (২৯৪ ভোট) ও তৃণমূল বিএনপির আব্দুল গনি (২৯১ ভোট) যদিও ভোটের আগের দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এ আসনে পোল হওয়া মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৮৩।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ৪ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়